উত্তর : কয়েকটি কারণে হিল পরিধান করা অপসন্দনীয়। যেমন, ১. নিজেকে লম্বা দেখানোর প্রচেষ্টা, আসলে কিন্তু সে লম্বা নয়। এটা এক প্রকার প্রতারণা। ২. পড়ে যাওয়ার আশঙ্কা এবং চিকিৎসকরা স্বীকার করেছেন যে, হিল পরাতে শারীরিক ক্ষতি আছে (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৩৯৭)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘নিঃসন্দেহে হিল পরিধান করা সৌন্দর্য প্রদর্শনের অন্তর্ভুক্ত, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ (সূরা আল-আহযাব : ৩৩)। এটা শারঈ ও মেডিক্যালি উভয় দৃষ্টিকোণ থেকেই দোষণীয়। সেই জন্য শরী‘আতের সঙ্গে সঙ্গে অনেক চিকিৎসকরাও নিষেধ করছেন। আর যদি হিল পরে চলার শব্দ কর্ণগোচর হয়, তবে তা আরো গর্হিত অপরাধ (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব , ১১তম খণ্ড, পৃ. ১০৪-১০৫)। এ মর্মে আল্লাহ তা‘আলা বলেন, وَ لَا یَضۡرِبۡنَ بِاَرۡجُلِہِنَّ لِیُعۡلَمَ مَا یُخۡفِیۡنَ مِنۡ زِیۡنَتِہِنَّ ‘আর তারা যেন তাদের গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে’ (সূরা আন-নূর : ৩১)।
প্রশ্নকারী : মামুনুর রশীদ, কুমারখালী, কুষ্টিয়া।