উত্তর : উপরে বর্ণিত হাদীছটি ছহীহ। এর অর্থ কুরআনকে এমন সুন্দর ও স্পষ্ট করে তেলাওয়াত করা, যাতে চিন্তার ছাপ থাকবে। তাজবীদের সাথে, আল্লাহভীতি নিয়ে তেলাওয়াত করা, যেন তেলাওয়াতকারী বা শ্রবণকারীর উপর প্রভাব পড়ে। কারণ হাদীছে এসেছে- রাসূল (ﷺ) বলেন, মহান আল্লাহ কোন বিষয়ের প্রতি এরূপ কান লাগিয়ে শুনেন না যেরূপ তিনি নবীর সুমধুর তেলাওয়াত শুনেন (ছহীহ বুখারী, হা/৫০২৪)। রাসূল (ﷺ) আরও বলেন, তোমরা কুরআনকে সুন্দর স্বরে তেলাওয়াত কর (আবূ দাঊদ, হা/১৪৭০)। কুরআন তেলাওয়াত করার সময় অবশ্যই আল্লাহর ভয়ে ভীত হয়ে শ্রুতিমধুর সুরে তেলাওয়াত করতে হবে। রাসূল (ﷺ) বলেন, মানুষের মধ্যে সুকণ্ঠে কুরআন তেলাওয়াতকারী সেই ব্যক্তি যার তেলাওয়াত শুনে তোমাদের ধারণা হয় যে, সে আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত’ (ইবনু মাজাহ, হা/১৩৩৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল, ওয়ারী, ঢাকা।