উত্তর : ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেন, আলেমগণ বলেছেন, ‘প্রত্যেক পাপ থেকে তওবাহ করা অপরিহার্য। যদি গুনাহের সম্পর্ক আল্লাহর (অবাধ্যতার) সঙ্গে সম্পৃক্ত হয় এবং কোন ব্যক্তির অধিকারের সঙ্গে সম্পর্কিত না হয়, তাহলে এ ধরনের তওবাহ কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। যথা : পাপকে সম্পূর্ণরূপ বর্জন করতে হবে, কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে এবং ঐ পাপ পুনরায় না করার দৃঢ় সংকল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবাহ বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে তা কবুলের জন্য চারটি শর্ত আছে। উপরিউক্ত তিনটি এবং চতুর্থ শর্ত হল- অধিকারীর অধিকার ফিরিয়ে দিতে হবে। যদি অবৈধ পন্থায় কারো মাল বা অন্য কিছু নিয়ে থাকে, তাহলে তাও ফিরিয়ে দিতে হবে’ (রিয়াযুছ ছালিহীন, ‘তওবাহ’ অনুচ্ছেদ, পৃ. ১৪-২২)।
প্রশ্নকারী : নুরুযযামান, রংপুর।