উত্তর : এক আমল আরেক আমলের পরিপূরক না। প্রত্যেক আমলের ভিন্ন ভিন্ন মর্যাদা রয়েছে। অনুরূপ বিয়েরও ভিন্ন গুরুত্ব ও মর্যাদা আছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘বিবাহ করা আমার সুন্নাত। যে এ সুন্নাতকে অবজ্ঞা করবে সে আমার দলভুক্ত নয়’ (ছহীহ বুখারী, হা/৫০৬৩)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সামর্থ্যবান যুবকদের লক্ষ্য করে বলেন, ‘হে যুব সম্প্রদায়! তোমাদের যার সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাযত করে। আর যার বিয়ে করার ক্ষমতা নেই, সে যেন ছওম পালন করে। কেননা ছওম তার যৌনতাকে দমন করবে’ (ছহীহ বুখারী, হা/৫০৬৬)।
যদিও বিবাহ করা সুন্নাত; ওয়াজিব বা ফরয নয়। তবুও যিনি বিয়ে করবেন, তিনি তার থেকে উত্তম যে বিয়ে করবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা প্রেমময়ী ও বেশি বাচ্চাদানকারী নারীদের বিয়ে কর। আমি উম্মতের সংখ্যার আধিক্যতা নিয়ে ক্বিয়ামতের দিন গর্ব করব (আবূ দাঊদ, হা/২০৫০; ইবনু মাজাহ, হা/১৮৪৬; মিশকাত, হা/৩০৯১, সনদ হাসান ছহীহ)। আর শারঈ কারণ থাকলে কোন সমস্যা নেই (সূরা আত-তাগাবূন : ১৬)।
প্রশ্নকারী : তানযীম, সিরাজগঞ্জ।