উত্তর : তাশাহহুদ ও দুরুদ সবই পড়বে। মু‘আয ইবনু জাবাল (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الْإِمَامُ ‘তোমাদের কেউ ছালাত আদায় করতে এসে ইমামকে কোন এক অবস্থায় পেল। ইমাম যেরূপ করে সেও যেন অনুরূপ করে’ (তিরমিযী, হা/৫৯১, সনদ ছহীহ)। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ)-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ইমামের সাথে সব দু‘আ পাঠ করবে তবে কেউ যদি তাশাহহুদ পড়ে ক্ষ্যান্ত হয় তাতেও কোন সমস্যা নেই, কিন্তু উওম হল ইমামের অনুসরণ করে সব পড়া (ফাতওয়া ইসলামিয়্যাহ, ১/৩০০; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৬/২২৪-২২৫ পৃ.)।
প্রশ্নকারী : মাহমুদ, জয়পুরহাট।