উত্তর : দুই হাত কনুই পর্যন্ত ধৌত করার পর নতুন পানি নিয়ে দুই হাত দ্বারা মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে নিয়ে গিয়ে একবার পুরো মাথা মাসাহ করবে (ছহীহ মুসলিম, হা/২৩৬, (ইফাবা হা/৪৫০), ‘ওযূ’ অধ্যায়, অনুচ্ছেদ; মিশকাত, হা/৪১৫; ছহীহ বুখারী, হা/১৮৫, ১/৩১ পৃ.)। একই সঙ্গে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আংগুল দ্বারা কানের পিঠ মাসাহ করবে (নাসাঈ, হা/১০২; আবু দাঊদ হা/১৩৭; নাসাঈ, আস-সুনানুল কুবরা হা/১৬১; মিশকাত হা/৪১৩; বঙ্গানুবাদ মিশকাত হা/৩৭৮, ২/৮৪ পৃ.)। উল্লেখ্য যে, ওযূতে ঘাড় মাসাহ করার কোন ছহীহ দলীল নেই।
প্রশ্নকারী : সানজিদ, ঢাকা।