উত্তর : হাদীছটি জাল (সিলসিলা যঈফাহ হা/১৯৪)। তবে যায়তুন সম্পর্কে অন্যত্র ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। রাসূল (ﷺ) বলেন, كُلُوا الزَّيْتَ وَادَّهِنُوا بِهِ فَإِنَّهُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ ‘তোমরা যায়তুন খাও এবং শরীরে মালিশ কর। কারণ এটা বরকতপূর্ণ বৃক্ষ’ (তিরমিযী হা/১৮৫১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আমীনুল ইসলাম, রংপুর।