উত্তর : শায়খ উছাইমীন, আল্লামা জুরক্বানী, হাফিয ইবনু হাজার আসক্বালানী ও ইমাম ইবনু কাছীর (রাহিমাহুমুল্লাহ) বলেন, হাদীছে কুদসী বলতে ঐ হাদীছকে বুঝায়, যার ভাবার্থ আল্লাহ তা‘আলার এবং ভাষা রাসূলুল্লাহ (ﷺ)-এর। অর্থাৎ যে হাদীছের মূল বক্তব্য সরাসরি আল্লাহ তা‘আলা তাঁর রাসূল (ﷺ)-কে ইলহাম বা স্বপ্নযোগে জানিয়ে দিয়েছেন, অতঃপর রাসূল (ﷺ) নিজ ভাষায় তা বর্ণনা করেছেন। হাদীছে কুদসীকে ‘হাদীছে ইলাহী’ ও ‘হাদীছে রাব্বানী’ও বলা হয় (ইবনু উছাইমীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ৯/৫৯-৬২ পৃ.; মানাহিলুল ইরফান, ১/৩৭-৩৮ পৃ.; ফাৎহুল বারী, ১১/৩২৩ পৃ.; তাফসীরে ইবনে কাছীর, ৭/২১৭)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ মাহমূদ, দিনাজপুর।