উত্তর : যাবে না। কারণ হাদীছের গ্রন্থসমূহে অসংখ্যবার নবী ও ছাহাবীদের না ব্যবহৃত হয়েছে, কিন্তু কারো নামের সাথে এ ধরনের বাড়তি শব্দ সংযোগ করা হয়নি। এছাড়া সালাফী বিদ্বানগণ অসংখ্য কিতাবে তাঁদের নাম উল্লেখ করেছেন, কিন্তু তারাও কোন শব্দ যুক্ত করেননি। আর উপমহাদেশে ‘হযরত’ শব্দটিকে মাননীয়, মহামান্য, সম্মানিত অর্থে ব্যবহার করা হলেও এই উদ্দেশ্যে এর প্রচলন হয়নি। আরবীতে এই শব্দের ব্যবহার নেই। ‘হুযূর’ ও ‘হযরত’ শব্দ দ্বারা মীলাদ অনুষ্ঠানে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উপস্থিতি বুঝানো হয়। অনুরূপ মৃত পীর-ওলীরাও স্বশরীরে মজলিসে উপস্থিত হন মর্মে ভ্রান্ত ধারণা করা হয় এবং হযরত ও হুযূর বলে সম্বোধন করা হয়। উক্ত ভ্রান্ত আক্বীদা থেকেই হুযূর বা হযরত শব্দের প্রচলন হয়েছে। তাই এই শব্দগুলো পরিহার করতে হবে। তাছাড়া বর্তমানে শব্দগুলো নবী, ছাহাবী, ইমাম, আলেম, ভণ্ড পীর-ফকীরের সাথে একাকার করে ব্যবহার করা হচ্ছে। এতে নবী, ছাহাবী ও ইমামদের মর্যাদা বিনষ্ট হচ্ছে।
প্রশ্নকারী : ছাদীক, নাটোর।