উত্তর : দু’টি ইবাদতই গুরুত্বপূর্ণ সুন্নাত। যার একটি পালন করাতে অপরটি না করার ব্যাপারে কোন নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি। তাই যব্হ করা যাবে এতে শারঈ কোন সমস্যা নেই। আর প্রচলিত রয়েছে যে, ঈদুল আযহার চাঁদ উঠলে আর কোন কিছু যব্হ করা যায় না। এটি ভুল ধারণা।
প্রশ্নকারী : ইসলাম, বিরল, দিনাজপুর।