উত্তর : মাসবূক্ব ব্যক্তি ছালাতে শরীক হওয়ার পর যদি ইমাম ছাহেব ভুল করেন এবং তিনি যদি সালামের আগেই সাহু সিজদা দেন, তাহলে মাসবূক্ব ব্যক্তি ইমামের সাথে সাহু সিজদা দিবে এবং ছালাত পূর্ণ করে আবার সাহু সিজদা দেবে। কারণ ইমামের সাথে তার প্রথম সাহু সিজদা যথাস্থানে ছিল না। সাহু সিজদা ছালাতের মাঝখানে হয় না, এটা ছালাতের শেষে হয়ে থাকে। আর মাসবূক্ব ব্যক্তি ছালাতে অংশগ্রহণ করার আগেই যদি ইমাম ভুল করেন এবং তিনি সালামের আগেই সাহু সিজদা দেন, তাহলে মাসবূক্ব ব্যক্তি তার সাথে সাহু সিজদা দিবে এবং পরবর্তীতে তাকে আর সাহু সিজদা দেয়ার প্রয়োজন নেই (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৭২২৯০)।
প্রশ্নকারী : মুহাম্মাদ শাহিন, চরফ্যাশন, ভোলা।