উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, পাঁচ ওয়াসাক বা ৭৫০ কেজির কম উৎপন্ন দ্রব্যের ওশর নেই এবং পাঁচ উক্বিয়া অর্থাৎ ২০০ দিরহামের কম রৌপ্যের যাকাত নেই (ছহীহ বুখারী, হা/১৪৮৪)। ২০০ দিরহাম রৌপ্য সমান ৫৯৫ গ্রাম বা প্রায় ৫২ ভরি। আর স্বর্ণের ক্ষেত্রে ২০০ দিরহাম সমান ৮৫ গ্রাম বা প্রায় সাড়ে সাত ভরি স্বর্ণ। এ পরিমাণ স্বর্ণ-রৌপ্য বা সমপরিমাণ অর্থ কারো কাছে এক বছর জমা থাকলে তাকে শতকরা ২.৫ টাকা হারে যাকাত দিতে হবে (তিরমিযী, হা/৬৩২; ইবনু মাজাহ, হা/১৭৯২, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : হাম্মাদ, ঢাকা।