উত্তর : ছালাত অবস্থায় ওযূ নষ্ট হলে ছালাত ছেড়ে দিয়ে পুনরায় ওযূ করতে হবে। কারণ পবিত্রতা ব্যতীত ছালাত কবুল হবে না। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَا تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ‘যে ব্যক্তির হাদাছ হয় বা ওযূ ভেঙ্গে যায়, তাহলে তার ছালাত কবুল হবে না, যতক্ষণ না সে ওযূ করে’ (ছহীহ বুখারী, হা/১৩৫; ছহীহ মুসলিম, হা/২২৫; মিশকাত, হা/৩০০)।
প্রশ্নকারী : দাউদ, মহেশপুর, ঝিনাইদহ।