উত্তর : অমান্য করা হবে না। কারণ রাসূল (ﷺ) বলেছেন, ‘ইমাম যখন ‘আল্লাহ আকবার’ বলে তাকবীর দেয় তোমরাও তাকবীর দাও এবং ‘সামি‘আল্লাহু লিমান হামিদা’ বলে, তখন তোমরা ‘রব্বানা লাকাল হামদ্’ বল (ছহীহ বুখারী, হা/৯৩১)। এগুলো আদেশ। অনুরূপ নিষেধও করা আছে। যেমন- ইমামের আগে আগে না যাওয়া, উপরের দিকে বা ডানে-বামে দৃষ্টি না দেয়া ইত্যাদি (ছহীহ বুখারী, হা/৬৯১)। অর্থাৎ আদেশ-নিষেধ সবই স্পষ্ট করা আছে। সুন্নাতের ব্যাপারে মুছল্লীদের সবাইকে যত্নশীল হতে হবে। আবার অনেক বিষয় আছে- যা মানা আবশ্যক নয়। যেমন রাসূল (ﷺ) ছালাতের মাঝে জুতা খুলে ফেললে ছাহাবীরাও খুলে খুলেছিলেন। রাসূল (ﷺ) ছালাত শেষ করে বললেন, খোলার প্রয়োজন ছিল না (আবূ দাঊদ, হা/৬৫০)।
প্রশ্নকারী : মুজাহিদুর রহমান, মোল্লাহাট, বাগেরহাট।