উত্তর : ডাক্তার যদি পানি ব্যবহার করতে নিষেধ করে থাকে কিংবা পানি ব্যবহারে অসুখ বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে তায়াম্মুম করা যাবে (সূরা আন-নিসা: ৪৩)। আল্লাহ তা‘আলা কোন ব্যক্তিকে তার সামর্থ্যরে বাহিরে দায়িত্ব দেন না (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)। পানি দিয়ে ওযূ করার আবশ্যকতার ব্যাপারে আল্লাহর স্পষ্ট নির্দেশ থাকার পরও আল্লাহ তা‘আলা অসুস্থ ব্যক্তির জন্য পানি দিয়ে ওযূ করার বদলে তায়াম্মুমের সুযোগ দিয়েছেন। অনুরূপ কারো ওযূর অঙ্গসমূহে যদি ক্ষত থাকে কিংবা গোসলের ক্ষেত্রে পুরো শরীরে ক্ষত থাকে এবং (পানির স্পর্শে) শরীর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করে তাহলে সে তায়াম্মুম করতে পারবে’ (আশ-শারহুল মুমতি‘ (১/৩৭৮, ৩৭৯ পৃ., ইবনুল জাওযী প্রকাশনীর ছাপা)।
প্রশ্নকারী : আসলাম উদ্দীন, রংপুর।