উত্তর : হাদীছটি বানোয়াট, জাল। ইমাম ছাগানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি জাল (আল-মাওযূ‘আত, হা/৭৮)। ইমাম ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ) বলেছেন, مَوْضُوع بِلَا شكّ ‘এটা নিঃসন্দেহে বানোয়াট (তালখীছু কিতাবিল মাওযূ‘আত, হা/১৯৫)। আলবানী (রাহিমাহুল্লাহ) ও বর্ণনাটিকে বানোয়াট বলেছেন (সিলসিলা যঈফাহ, হা/২৫, ২৮২)। এ ধরনের বর্ণনা প্রচার করা হারাম।
প্রশ্নকারী : আইয়ূব, বাগেরহাট।