উত্তর : স্বাভাবিক অবস্থা রেখে ভরাট করা যাবে। কারণ একান্ত প্রয়োজন ব্যতীত পুরাতন কবরে হস্তক্ষেপ করা জায়েয নয়। যেমন পুরাতন কবর থেকে মাটি সরে গেলে কিংবা পানি জমে গেলে সে ক্ষেত্রে অন্য জায়গা থেকে মাটি এনে অত্যন্ত যত্ন সহকারে তা ভরাট করে দেয়া যাবে (আল-মাজমূঊ লিন নাবাবী, ৫/২৭৩ পৃ. আল-মুগনী, ২/১৯৪ পৃ.)। কিন্তু সৌধ নির্মাণ করা ও বেশি পরিণাম উঁচু করা যাবে না। জাবির (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘আমি নবী (ﷺ)-কে ক্ববরের উপর বসতে, তাতে চুনকাম করতে এবং তার উপর কিছু নির্মাণ করতে নিষেধ করতে শুনেছি’ (আবূ দাঊদ, হা/৩২২৫)। বর্ণনাকারী উছমানের বর্ণনায় রয়েছে, أَوْ يُزَادَ عَلَيْه ‘এবং ক্ববরের উপরে অতিরিক্ত কিছু যোগ করতে নিষেধ করেছেন’ (আবূ দাঊদ, হা/৩২২৬)। আমর ইবনি হাযম (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আমাকে রাসূল (ﷺ) কবরে হেলান দেয়া অবস্থায় দেখতে পেলেন এবং বললেন, لا تُؤذِ صاحِبَ القبرِ ‘কবরবাসীকে কষ্ট দিয়ো না’ (আহমাদ, ৩৯/৪৭৫ পৃ.; তাখরীজু মিশকাতিল মাছাবীহ, হা/১৬৬২; সিলসিলা ছহীহাহ, হা/২৯৬০)।
প্রশ্নকারী : হাফিযুর রহমান, নওগাঁ।