উত্তর :পৃথিবীর সব ভাষা আল্লাহ তা‘আলার সৃষ্টি। তিনি বলেন, ‘আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র। এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য’ (সূরা আর-রূম : ২৩)। তাই মসজিদকে সধংয়ঁব দোষের হবে না। তবে মসজিদ বলা উত্তম। কারণ এর মাধ্যমে শব্দটির হক আদায় হয় এবং প্রকৃত উদ্দেশ্য ফুটে উঠে।
প্রশ্নকারী : এস এম ফজলুর রহমানম মিরপুর, ঢাকা।