উত্তর : ওযূ করার সময় ডান হাতে এক অঞ্জলি পানি নিয়ে মুখ ও নাকে এক সাথে দিতে হবে। এভাবে কুলি করবে এবং নাক ঝাড়বে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এভাবেই করতেন (مَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفَّةٍ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلَاثًا) (ছহীহ বুখারী, হা/১৯১)। তবে প্রথমে তিনবার কুলি করা অতঃপর তিনবার নাকে পানি দেয়ার যে বর্ণনা এসেছে, তা যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/১৩৯)। ইবনু হাজার ‘আসক্বালানী (রাহিমাহুল্লাহ) তাঁর ফাৎহুল বারীর মধ্যে একবার পানি নিয়ে মুখ ও নাকে দেয়ার আমলকে উত্তম বলেছেন। অর্থাৎ পৃথকভাবে পানি নিতে হবে না (ফাৎহুল বারী, ১ম খণ্ড, পৃ. ২৯১)।
প্রশ্নকারী : রাজীব মুহাম্মাদ, ঢাকা।