উত্তর : ইচ্ছাকৃতভাবে বিলম্বে ছালাত আদায় করা যাবে না। আল্লাহ বলেন, ‘নির্ধারিত সময়ে ছালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য’ (সূরা আন-নিসা : ১০৪)। ইচ্ছাকৃতভাবে ছালাত বিলম্ব করা কাবীরা গোনাহ। যদি ভুলে যায় বা ঘুমিয়ে থাকে তাহলে ঘুম থেকে জেগে অথবা স্মরণ হলেই ছালাত আদায় করতে হবে (ছহীহ মুসলিম, হা/৬৮৪)। শারঈ ওযর ছাড়া বিলম্বে ছালাত আদায় করা সকল আলেম ও ফক্বীহদের মতে কাবীরা গুনাহ (মাওসূ‘আতুল ফিক্বহ, ৮/১০ পৃ.)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বিলম্বে ছালাত আদায় অত্যন্ত নিকৃষ্ট কাজ। এটা কুফরী কি না, তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, শারঈ চাহিদা অনুযায়ী উপযুক্ত সময়ে ছালাত আদায় করাই বিধান (ছহীহ বুখারী, হা/৫২৭; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃ. ২৮৭)।
প্রশ্নকারী : আব্দুল হক, যশোর।