উত্তর : ছালাতের জন্য উক্ত নিয়ত যথেষ্ট হবে না। কারণ প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল (ছহীহ বুখারী, হা/১)। তাই ফরয গোসল হলে অবশ্যই সেই গোসলেরই নিয়ত করতে হবে। অধিকাংশ বিদ্বানের মতে নিয়ত ছাড়া কেউ ফরয গোসল করলে ছালাতের জন্য এই পবিত্রতা পূর্ণাঙ্গ হবে না (ইবনু কুদামা, আল-মুগনী, ১/১৮৯ পৃ.)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান, নিমসার, কুমিল্লা।