উত্তর : উল্লিখিত বিষয়গুলো বানোয়াট ও ভিত্তিহীন। শী‘আদের তৈরি মিথ্যা গালগল্প। শরী‘আতে এর অস্তিত্ব নেই। রাসূল (ﷺ) থেকে প্রমাণিত। তিনি বলেছেন, ‘কেউ আমাদের এই দ্বীনের অংশ নয় এমন কিছু উদ্ভাবন করলে বা অনুপ্রবেশ ঘটালে তা পরিত্যাজ্য ও প্রত্যাখ্যাত হবে’। অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের মধ্যে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই (দলীলবিহীন), তা অগ্রহণযোগ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)। যে ব্যক্তি আখেরী চাহার শোম্বার ছালাত এবং অন্যান্য বিষয়গুলো রাসূল (ﷺ) অথবা তাঁর কোন ছাহাবীর দিকে ইঙ্গিত করল, অবশ্যই সে খুবই বড় মিথ্যা রটনা করল, বিচার দিবসে অবশ্যই সে আল্লাহর পক্ষ থেকে মিথ্যাবাদীর শাস্তি ভোগ করবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ২/৩৫৪ পৃ,)।
প্রশ্নকারী : হাসান মাহমুদ জয়, ফরিদপুর।