উত্তর : এরূপ ব্যবসা জায়েয। কারণ লাভের উদ্দেশেই মানুষ ব্যবসা করে থাকে (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)। তবে সঙ্কট সৃষ্টির জন্য এবং বাজার মূল্যকে অস্বাভাবিক করার উদ্দেশ্যে এমন করলে হারাম হবে (ছহীহ মুসলিম, হা/১৬০৫)। যেকোন পণ্য ব্যবসার উদ্দেশ্যে রেখে পরবর্তীতে তা বিক্রি করে দেয়া শরী‘আতে বাধা নেই। সিন্ডিকেট করা বা মওজুদদারী করে দেশে পণ্যের অভাব তৈরী করে ব্যবসা করা হারাম (ছহীহ মুসলিম, হা/১৬০৫)।
প্রশ্নকারী : রাসেল বিন ইসমাঈল, জামালপুর।