উত্তর : এমন করতে পারবে না। ফুযাইল ইবনু ই‘আয (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এভাবে ত্বালাক্ব দেয়া হারাম। কারণ এর মাধ্যমে নিজের ও স্ত্রীর ক্ষতি সাধিত হয়ে থাকে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘ক্ষতি করাও যাবে না আবার ক্ষতির মুখোমুখিও হওয়া যাবে না’ (ইবনু মাজাহ, হা/২৩৪০, সনদ ছহীহ)। কেউ এমন বিয়েকে মাকরূহ বা অপসন্দনীয় বলেছেন। উল্লেখ্য, স্ত্রীর চরিত্র যদি খারাপ হয়, স্বামীর ক্ষতি করার সম্ভাবনা থাকে বা স্ত্রীর দ্বারা সন্তানের ক্ষতির সম্ভাবনা থাকে তবে কেউ কেউ জায়েয বলেছেন (ইবনু কুদামাহ, শারহুল কাবীর, ৮/২৩৪ পৃ.; ইসলাম ওয়েব, প্রশ্ন নং-৩৭২৮৯০)।
প্রশ্নকারী : আব্দুল মুমিন, লালমনিরহাট।