উত্তর : মুসলিম সমাজে লেনদেনের কয়েকটি পরিভাষা চালু আছে। হাদিয়া, দান, ছাদাক্বাহ বা হেবা করা। কোন নেকীর উদ্দেশ্যে কাউকে কিছু দিলে তাকে দান বা ছাদাক্বাহ বলা হয়। নেকীর উদ্দেশ্য ছাড়াই কাউকে কিছু দিলে তাকে হেবা বলে। আবার ব্যক্তিগত মহব্বত বা পারিবারিক সম্পর্কের কারণে উকে কিছু দেয়া হলে তাকে গিফট বা হাদিয়া বলা হয়। হেবা সংঘটিত হয়- স্থাবর-অস্থাবর সম্পত্তি ওয়ারিশ অংশীদার ছাড়া কাউকে সমুদয় সম্পত্তি, সম্পত্তির কিছু অংশ অথবা জীবনকাল পর্যন্ত কোন সম্পত্তি ভোগ করার জন্য দেয়া। প্রথমে প্রস্তাব করা, গ্রহিতা সম্মতি দিলে তা শর্ত উল্লেখ করে দেয়াকেই হেবা বলে (বিস্তারিত দ্র. : ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৬১২৮৯)।
প্রশ্নকারী : শাহজাহান, জগদিশপুর, ভারত।