উত্তর : উক্ত বাক্য নবী (ﷺ)–এর হাদীছ নয়। যদিও গাযালী এ হাদীছকে আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু)-এর দিকে সম্বোন্ধিত করে উল্লেখ করেছেন (ইইইয়াউ ঊলূমুদ্দীন, ১/২৭৪ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ঘোষণা করেছেন যে, ‘এটি মায়মূন ইবনু মিহরানের উক্তি। নবী (ﷺ)-এর হাদীছ নয়’।
তবে জানা আবশ্যক যে, কেউ যদি কুরআনের হক্ব যথাযথ আদায় না করে তাহলে তাকে মহা শাস্তির সম্মুখীন হতে হবে (বুখারী হা/৭০৪৭)।
প্রশ্নকারী : সেলিম, মাদারীপুর।