উত্তর : সর্বশ্রেষ্ঠ মু‘জিযা হল আল্লাহ্র কালাম আল-কুরআন। এর তেলাওয়াতও অন্যতম একটি ইবাদত, যা পৃথিবীর অন্যান গ্রন্থের বিপরীত। তাই এর তেলাওয়াতের আদব আছে। হাদীছের বিভিন্ন গ্রন্থে মুহাদ্দিছগণ ‘তেলাওয়াতের শিষ্টাচার’ নিয়ে অধ্যায়ও রচনা করেছেন (মিশকাত, ‘ফাযায়েলে কুরআন’ অধ্যায়, ১/৪৯৪ পৃ.)। যেমন ওযূ করে পবিত্রতার সাথে কুরআন হাতে নিয়ে দেখে দেখে পড়া (সূরা আল-ওয়াক্বিয়াহ : ৭৯; সিলসিলা ছহীহাহ, হা/২৩৪২)। আরবী ভাষা হিসাবে তার যথাযথ উচ্চারণ নীতিমালা বা তাজভীদ জেনে যথাসম্ভব স্পষ্ট ও মধুর সুরে তেলাওয়াত করা। মহাগ্রন্থ আল-কুরআনের তেলাওয়াতকে ইবাদত মনে করা এবং ছাওয়াবের আশা রাখা। প্রতিদিন নিয়মিত পড়া, যদিও ২/১টি আয়াতও হয়। কুরআন পড়ার সাথে সাথে তার মাঝের আহকামসমূহ জানা এবং আমল করার মানসিকতা রাখা। কুরআনের মাঝে আছে রহমত, আরোগ্য এবং পরিপূর্ণ হেদায়াত, সেগুলো আহরণ করা (ছহীহ বুখারী, হা/৫০৪৬ , ৬২১১)।
প্রশ্নকারী : জহুরুল ইসলাম, দিনাজপুর।