উত্তর : ফেতনার কোন আশঙ্কা না থাকলে এবং পুরোপুরি পর্দা মেনে চলতে পারলে সেখান চাকরী করা বৈধ। অন্যথা সে চাকরি ছেড়ে দেয়াই উত্তম। তাছাড়া ইসলাম নারীদের উপার্জন করার প্রতি উৎসাহ দেয় না। কেননা উপার্জনের সব দায়িত্ব পুরুষের উপর (সূরা আন-নিসা: ৩৪; মুসনাদে আহমাদ, হা/২২১২৮)। নারীদের মূল দায়িত্ব হল স্বামীর খেদমত এবং সন্তান প্রতিপালন (সূরা আর-রূম: ২১)।
প্রশ্নকারী : আল-মামুন, নারায়ণগঞ্জ।