উত্তর : জুমু‘আর দিন এক আযান দেয়াই উত্তম এবং এটাই রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাত। তবে কোন জায়গায় যদি প্রয়োজনে দুই আযান দেয়া হয়, তাহলে উভয় আযানের জবাব দেয়া সুন্নাহ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন তোমরা আযান ধ্বনি শুনবে, তখন (আযানের উত্তরে) মুওয়ায্যিন যা কিছু বলবে, তোমরাও ঠিক তাই বল’ (ছহীহ বুখারী, হা/৬১১; ছহীহ মুসলিম, হা/৮৭৪)।
প্রশ্নকারী : নাহিদ, দিনাজপুর।