উত্তর : আযানের জবাব না দিয়ে সে দু’ রাকা‘আত ছালাত শুরু করে দিবে, যাতে করে পরবর্তীতে সে খুত্ববা শুনতে পারে (আল-মুনতাক্বা মিন ফাতাওয়া শায়খ আল ফাওযান, ৩য় খণ্ড, পৃ. ৯১)। কেননা আযানের জবাব দেয়া সুন্নাহ আর খুত্ববা শুনা ওয়াজিব।
প্রশ্নকারী : মামুন, এস. আই, আর. এম. পি, রাজশাহী।