উত্তর : যাবে। আযান দেয়ার জন্য ওযূ শর্ত নয়। ছালাতের সময় ওযূ থাকা ওয়াজিব (সূরা আল-মায়েদাহ : ৬)। আযান মূলত একটি যিকির। তাই যিকির করার জন্য ওযূ শর্ত নয়। তবে ওযূ অবস্থায় যিকির করা ভাল (আবূ দাঊদ, হা/১৭)। উল্লেখ্য যে, ওযূকারী ছাড়া আযান দিবে না মর্মে যে হাদীছ সমাজে প্রসিদ্ধ সে হাদীছ যঈফ (তিরমিযী হা/২০০-২০১; ইরওয়াউল গালীল, হা/২২২)।
প্রশ্নকারী : রুবেল বিন শাহজাহান, বগুড়া।