উত্তর : তাসবীহ ডান হাতে তগণনা করা সুন্নত। আব্দুল্লাহ ইবনু ‘আমর (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, আমি রাসূল (ﷺ)-কে আঙ্গুলে গুনে গুনে তাসবীহ পাঠ করতে দেখেছি। ইবনু কুদামাহ বলেন, ডান হাতের আঙ্গুল দ্বারা (আবুদাউদ হা/১৫০২, সনদ ছহীহ)। তাছাড়া ভালো কাজের জন্য ডান হাত দিয়ে করা সুন্নাত (বুখারী হা/১৬৯)।
তাই যথাসম্ভব ডান হাত ব্যবহার করার চেষ্টা করতে হবে। কিন্তু ডান হাত ব্যস্ত থাকলে বা ডান হাতে কোনও সমস্যা থাকলে বাম হাতেও গণনা করা জায়েজ আছে। নবী করীম (ﷺ) বলেন, তোমরা আঙ্গুল দ্বারা তাসবীহ গণনা কর। কারণ (ক্বিয়ামতের দিন) এগুলো জিজ্ঞাসিত হবে এবং এগুলোকে কথা বলানো হবে (আবুদাউদ হা/১৫০১, সনদ ছহীহ)। উক্ত হাদীছে শুধু আঙ্গুলের কথা বলা হয়েছে। ডান-বাম কিছু বলা হয়নি।
প্রশ্নকারী : কবীর, গুলশান, ঢাকা।