উত্তর : ইসলামী শরী‘আতে বগলের পশম ও নাভীর নীচের লোম ৪০ দিনের মধ্যে পরিষ্কার করতে বলা হয়েছে। হাদীছে এসেছে,
.عَنْ أَنَسٍ قَالَ وُقِّتَ لَنَا فِيْ قَصِّ الشَّارِبِ وَتَقْلِيْمِ الْأَظْفَارِ وَنَتْفِ الْإِبِطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لَا تُتْرَكَ أَكْثَرَ مِنْ أَرْبَعِيْنَ لَيْلَةً
আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের জন্য গোঁফ খাট করা, নখ কাটা, বগলের লোম তুলে ফেলা, নাভীর নীচের লোম পরিষ্কার করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। আর তা ৪০ দিনের অধিক ছেড়ে রাখা যাবে না (ছহীহ মুসলিম, হা/২৫৮; মিশকাত, হা/৪৪২২)। উল্লেখ্য, ৪০ দিনের বেশী সময় এগুলো রাখা বৈধ নয়। কেননা এগুলো লম্বা করা হিংস্র প্রাণী ও কিছু কাফেরদের সাদৃশ্যের সমান (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১০ তম খণ্ড, পৃ. ৪৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ৫ম খণ্ড, পৃ. ১৭৩)। তবে প্রতি সপ্তাহে জুমু‘আর দিন কর্তন করা উত্তম (আল-মানাভী, ফায়যুল ক্বাদীর, ৪র্থ খণ্ড, পৃ. ৬৮০)।
প্রশ্নকারী : আলী হাসান, খালিশপুর, খুলনা।