উত্তর : মসজিদ ছালাতের স্থান। এখানে কণ্ঠ উঁচু করে কথা বলা চলে না। এতে মসজিদের মর্যাদা ক্ষুণœ হয়। বিশেষ করে জামা‘আত শুরুর আগে যে মসজিদ বাজারে পরিণত হয়, তা থেকে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কঠোর ভাষায় নিষেধ করেছেন وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الأَسْوَاقِ (ছহীহ মুসলিম, হা/৪৩২; আবূ দাঊদ, হা/৬৭৫; মিশকাত, হা/১০৮৯)। জনৈক ব্যক্তি জোরে কথা বললে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রেগে বাড়ী থেকে বেরিয়ে তাকে এসে ধমক দেন (ছহীহ বুখারী, হা/৪৭১, ১/৬৮ পৃ.)। ‘উমার (রাযিয়াল্লাহু আনহু) এজন্য দুই ব্যক্তিকে শাসিয়ে দেন لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ الْبَلَدِ لأَوْجَعْتُكُمَا تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِىْ مَسْجِدِ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم ‘তোমরা যদি এই মদীনা শহরের বাসিন্দা হতে, তবে মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলার কারণে আমি দু’জনকেই কঠোর শাস্তি দিতাম’ (ছহীহ বুখারী, হা/৪৭০, ১/৬৭ পৃ.; মিশকাত, হা/৭৪৪; বঙ্গানুবাদ মিশকাত, হা/৬৮৮, ২/২৩০ পৃ., ‘মসজিদ সমূহ’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : সেলিম, মাদারীপুর।