উত্তর : রাখা যাবে। ‘আনাবিয়া’ শব্দের অর্থ হল এক ধরণের বিশেষ আতর বা সুগন্ধি। সুতরাং এই শব্দ দ্বারা নামকরণ করা বৈধ (আল-মু‘জামুল ওয়াসীত্ব, পৃ. ২৮; আল-ক্বামুসুল ওয়াহীদ, পৃ. ১৩৭)। অপরদিকে ‘আব্দিয়া’ (عَبْدِيَّة) শব্দের অর্থ হল দাসত্ব, আনুগত্য, গোলামী, সেবা।
প্রশ্নকারী : কাবীরুল ইসলাম, মীরপুর, কুষ্টিয়া।