উত্তর : বিষয়টি নিয়ে আলেমদের মাঝে ব্যাপক আলোচনা রয়েছে, যা দীর্ঘ এবং ব্যাখ্যা সাপেক্ষ। তবে মনে রাখতে হবে যে, মহান আল্লাহর কোন ছিফাতই মাখলূক বা সৃষ্ট নয়। মানুষের কর্ম যা আছে তা মাখলূক। যেমন শায়খ ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, মানুষের অন্তকরণে যে ঈমান বা বিশ্বাস মহান আল্লাহ দিয়েছেন তা মাখলূক নয়। আবার ঈমান বলতে মানুষের অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং আমলের যে সমন্বয়, তা মাখলূক (https://youtu.be/KkM3GRSLNK0)।
প্রশ্নকারী : মাহমূদ, বিরল, দিনাজপুর।