উত্তর : এমন মসজিদে ছালাত আদায় করা যাবে না। রাসূল (ﷺ) বলেন, ‘তোমরা কবরমুখী হয়ে ছালাত আদায় কর না এবং কবরের উপর বস না’ (ছহীহ মুসলিম, হা/২২৯৫)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ)-কে এমন বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, কেউ কবরমুখী হয়ে ছালাত আদায় করলে তার ছালাত বাতিল হয়ে যাবে। মানুষের জন্য আবশ্যক হল কবরকে স্থানান্তর করা। অথবা কবর ও মসজিদের মাঝে পৃথক কোন দেয়াল উঁচু করে দেয়া। তবে অবশ্যই সেটা যেন কবরের দেয়াল না হয়। কবরের দেয়াল যদি সম্মান বাড়ানোর জন্য করে থাকে, তাহলে অবশ্যই তা ভেঙ্গে দিতে হবে। যদি কেউ জানার পূর্বে ছালাত আদায় করে থাকে তাহলে অজ্ঞতা হেতু তার ছালাত হয়ে যাবে ইনশাআল্লাহ (ফাতাওয়া নূরুন আলাদ দারব, ৪র্থ খণ্ড, পৃ. ১৮৯)।
প্রশ্নকারী : রনি ইবনু কাসিম, বাঘা, রাজশাহী।