উত্তর : অক্ষম ব্যক্তির পক্ষ থেকে প্রতিটি ছিয়ামের বদলে একজন মিসকীনকে অর্ধ ছা‘ বা দেড় (১.৫) কেজি খাবার দিতে হবে। যেমন- খেজুর, চাল বা অন্য কোন খাদ্যদ্রব্য। স্থানীয় খাবার হিসাবে। নবী (ﷺ)-এর একদল ছাহাবী এই মর্মে ফৎওয়া দিয়েছেন, যাঁদের মাঝে ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)ও রয়েছেন। আর যদি তিনি হতদরিদ্র হন অর্থাৎ মিসকীন খাওয়াতে সক্ষম না হন, তবে তার উপর অন্যকিছু বর্তাবে না। উল্লেখিত এই ফিদিয়া একজন মিসকীনকেও দেয়া যেতে পারে, আবার একাধিক মিসকীনকেও দেয়া যেতে পারে। মাসের শুরুতেও দেয়া যেতে পারে, মাঝখানেও দেয়া যেতে পারে, আবার শেষেও দেয়া যেতে পারে’ (মাজমূঊ ফাতাওয়া লিইবনি বায, ১৫/২০৪ পৃ.)।
প্রশ্নকারী : সাকিব, নওগাঁ।