উত্তর : যদি কারো উপর ঋণ থাকে, তাহলে তার করণীয় হল কুরবানী করার পূর্বে ঋণ পরিশোধ করা (আশ-শারহুল মুমতি‘, ৮/৪৫৫ পৃ.)। তবে ঋণদাতা যদি ঋণ পরিশোধের পূর্বে কুরবানী করার অনুমতি দেয়, তবে তা দোষনীয় নয় (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১১/৪৬-৪৭; ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব ইবনে বায, ১৭/১৬-১৭; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ২১/৮৪-৯৭ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৯৭৪)। দ্বিতীয়তঃ শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ) ও শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘কুরবানী করা সুন্নাত, অপরিহার্য নয়। তাই ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকলে মুসলিম ব্যক্তির জন্য ঋণ নিয়ে কুরবানী করা দোষণীয় নয়’ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ২৬/৩০৫; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১/৩৭ পৃ.)।
প্রশ্নকারী : আসমাউল হক, মোহনপুর, রাজশাহী।