প্রশ্ন (৫) : ‘যে ব্যক্তি কোন হাজীকে চল্লিশ কদম এগিয়ে দিবে, অতঃপর আলিঙ্গন করে তাকে বিদায় করবে, উভয়ে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তার গোনাহ মাফ করে দিবেন’ বক্তব্য কি সঠিক?
উত্তর : উক্ত মর্মে যে বর্ণনা প্রচলিত আছে তা জাল ও বানোয়াট (ইমাম শাওকানী, আল-ফাওয়ায়িদুল মাজমূ‘আহ, ১/১১১ পৃ., হা/২৩ ‘হজ্জ’ অধ্যায়)। এমন ফযীলত প্রচার করা যাবে না।