উত্তর : অবৈধ কাজের মাধ্যমে মজুরী গ্রহণ করা হারাম। আর মিথ্যা কথা বলা কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত আর মিথ্যা বলা ও প্রতারণা করা সবই অন্যায়ের শামিল। আল্লাহ তা‘আলা বলেন ‘নেককাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (সূরা আল-মায়েদা: ২; ছহীহ বুখারী, হা/৫৯৭৭; ছহীহ মুসলিম, হা/৮৮)। তাই এ ধরনের চাকরী ছেড়ে হালাল উপার্জনের চেষ্টা করতে হবে।
প্রশ্নকারী : ছিয়াম শিকদার, চিতলমারী, বাগেরহাট।