উত্তর : কা‘বার প্রতি সম্মান প্রদর্শন করা মুসলিম জাতির উপর ফরয। কা‘বাকে অসম্মান করা হারাম ও কাবীরা গুনাহ। রাসূল (ﷺ) বলেন, ‘তোমাদের কেউ যখন ছালাতে দাঁড়াবে, তখন সে যেন সামনের দিকে থুথু নিক্ষেপ না করে। কারণ ছালাত অবস্থায় বান্দা আল্লাহর সাথে চুপি চুপি কথা বলে। ডান পাশেও থুথু ফেলবে না। কারণ সে দিকে ফিরিশ্তা অবস্থান করেন। বরং বাম পাশে ফেলবে অথবা পায়ের নিচে ফেলবে’ (ছহীহ বুখারী, হা/৪১৬; ছহীহ মুসলিম, হা/৫৫০)।
উক্ত হাদীছের মর্ম হল, ছালাত অবস্থায় থুথু ফেলা অনিবার্য হয়ে উঠলে সামনে ও ডান পাশে ফেলা যাবে না। বরং বাম পাশে বা বাম পায়ের নীচে কিংবা কাপড়ে ফেলবে। তাই থুথু ফেলা অনিবার্য হলে আগে থেকেই পকেটে টিস্যু রাখা বাঞ্ছনীয়।
মসজিদের বাইরেও ক্বিবলার দিকে থুথু ফেলা উচিত নয়। রাসূল (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি ক্বিবলার দিকে থুথু ফেলবে, কিয়ামতের দিন তাঁর চেহারায় ঐ থুথু অবস্থায় সে উত্থিত হবে (আবূ দাঊদ, হা/৩৮২৪; সনদ ছহীহ; ছহীহ তারগীব, হা/৩৩৯)।
প্রশ্নকারী : কামরুল হাসান, শেরপুর।