উত্তর : এ কথা সর্বজনবিদিত যে, আল্লাহ তা‘আলা ঈসা (আলাইহিস সালাম)-কে অসংখ্য নিদর্শন দিয়ে সাহায্য করেছিলেন। তার মধ্যে অন্যতম হল আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করা। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘(স্মরণ কর যখন) তুমি কাদা দিয়ে আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুঁ দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত, জন্মান্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমার থেকে বনী ইসরাঈলকে নিবৃত্ত রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে তখন তাদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল, এ যাদু ছাড়া আর কিছুই না’ (সূরা আলে ইমরান : ৪৯; সূরা আল-মায়িদাহ : ১১০)। পক্ষান্তরে তিনি কাকে জীবিত করেছিলেন সে ব্যাপারে মতপার্থক্য রয়েছে। কারণ রাসূল (ﷺ) থেকে এ মর্র্মে কোন তথ্য প্রমাণিত নয়। তবে বলা হয়ে থাকে যে, তিনি মোট চারজন মানুষকে জীবিত করেছিলেন। আর তারা মু‘জিযা স্বরূপ কিছুদিন জীবিত থাকার পর পুনরায় মৃত্যুবরণ করে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৭১৪০৩; ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১২০৫৪৯)।
প্রশ্নকারী : হারুনুর রশীদ, তুরাগ, উত্তরা, ঢাকা।