উত্তর : না, বৈধ নয় (সূরা আন-নিসা : ২৩)। কারণ দাওয়াতের ক্ষেত্র, পদ্ধতি ও ধরণ ও মাদ‘ঊর অবস্থা স্পষ্ট হওয়ার পর দাওয়াত দিতে হবে। হজ্জের মত এমন একটি ইসলামের রূকনও আদায় করা যায় না মাহরাম ছাড়া (ছহীহ বুখারী, হা/১৮৬২)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, মেহেরপুর।
ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ | ২১৭ বার পঠিত