উত্তর : শরী‘আতের ফায়সালা হল- স্ত্রী যেখান থেকে স্বামী মারা যাওয়ার খবর পাবে, সেখানে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফুরাই‘আহ (রাযিয়াল্লাহু আনহা)-কে বলেছিলেন, اِمْكُثِىْ فِىْ بَيْتِكِ الَّذِىْ جَاءَ فِيْهِ نَعْىُ زَوْجِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ‘তুমি সেই ঘরে অবস্থান কর, যে ঘরে তোমার কাছে তোমার স্বামীর মৃত্যু-সংবাদ এসেছে, যতক্ষণ না তোমার ইদ্দত পূর্ণ হয়’ (ইবনু মাজাহ, হা/২০৩১; মুসনাদে আহমাদ, হা/২৭১৩২, সনদ ছহীহ)। তবে উক্ত বাড়ি যদি তার জন্য ঝুকিপূর্ণ ও সুবিধাজনক না হয় কিংবা তাকে দেখাশুনা করার মত কোন মাহরাম পুরুষ বা তেমন কেউ না থাকে, তাহলে মায়ের বাড়িতে গিয়ে ইদ্দত পালন করতে পারে (ইবনু মাজাহ, হা/২০৩২-৩৪, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : গোলাম রব্বানী, বাগমারা, রাজশাহী।