প্রশ্ন (১২) : তাবলীগ জামা‘আতের চিল্লায় মুরুব্বীরা বলেন যে, ‘কোন ব্যক্তি যদি কুরআন পড়ে মানুষের নিকট খায়, তাহলে ক্বিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারায় হাড় থাকবে, কোন গোশত থাকবে না’। উক্ত বর্ণনা কি সঠিক?
উত্তর : বর্ণনাটি জাল। এর সনদে আহমাদ ইবনু মায়ছাম নামে অস্বীকৃত ব্যক্তি আছে। ইবনু হিব্বান বলেন, এই হাদীছের কোন ভিত্তি নেই (সিলসিলা যঈফাহ হা/১৩৫৬; যঈফুল জামে‘ হা/৫৭৬৩)।