উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। তবে নিঃসন্দেহে পায়ে পা কাঁধে কাঁধ মিলানো সুন্নত ও ফযীলতপূর্ণ কাজ। কেউ ছেড়ে দিলে ছাওয়াব থেকে মাহরূম হবে। আর অস্বীকার করলে মুসলিম থাকবে না। শায়খ মুহসিন আল-আব্বাদ বলেন, ‘যে ব্যক্তি ছালাতে পায়ে পা মিলাবে আল্লাহ তার সাথে ছাওয়াবের মধ্যে সম্পর্ক বজায় রাখবেন। আর যে ব্যক্তি ছালাতে পায়ে পা মিলায় না আল্লাহ তাকে ছাওয়াব থেকে বঞ্ছিত করেন (শারহে আবূ দাঊদ, পৃ. ১৪)।
প্রশ্নকারী : মুবারক, ঢাকা।