উত্তর : আরাফার ময়দানে অবস্থান করার জন্য পবিত্রতা শর্ত নয়। অপবিত্র পুরুষ এবং ঋতুবতী নারীর জন্য সেখানে অবস্থান করা জায়েয (আল-মাজমূঊ, ৮/১৪০; কাশ্শাফুল ক্বিনা‘, ২/৪৯৪ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৮২০২৯)। যেমন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হজ্জের সময় ঋতুবতী হয়ে পড়লে, রাসূল (ﷺ) তাঁকে বলেছিলেন, إفْعَلِيْ مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي ‘তুমি হজ্জ পালনকারীগণ যা করে, তাই কর কিন্তু পবিত্র না হওয়া পর্যন্ত বাইতুল্লার ত্বাওয়াফ করবে না’ (ছহীহ বুখারী, হা/২৯৪; ছহীহ মুসলিম, হা/১২১১, ২৮০৯)।
প্রশ্নকারী : আব্দুস সালাম, নাটোর।