উত্তর : হিসাব বিজ্ঞান শেখা ও শেখানোয় কোন দোষ নেই। কারণ উক্ত শিক্ষা গ্রহণ ও প্রদান করা মৌলিকভাবে জায়েয (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৪/২৩২ পৃ.; শায়খ ইবনু বায, মাজমূ‘ ফাতাওয়া, ২/২৩১ পৃ.)। তবে শিক্ষার্থীদেরকে সূদী কারবার হারাম হওয়ার বিষয়টি যথার্থরূপে শিক্ষা দিতে হবে। যাতে সূদের শারঈ বিধান সম্পর্কে তাদের মধ্যে সুস্পষ্ট ধারণা তৈরি হয়।
প্রশ্নকারী : আখতারুযযামান, খুলনা।