উত্তর : ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে একক গণ্য করাই হল ‘তাওহীদ’ (শাইখ উছায়মীন, শারহু ছালাছাতিল উছূল, পৃ. ৩৯)। মহান আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু তাঁর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য (সূরা আল-যারিয়াত : ৫৬; সূরা আন-নাহল : ৩৬; ছহীহ বুখারী, হা/২৮৫৬; ছহীহ মুসলিম, হা/৩০; মিশকাত, হা/২৪; তাফসীরে কুরতুবী, ১৬/৫৫ পৃ.)। আল্লাহর একত্ব বা তাওহীদকে মুহাদ্দিছ ওলামায়ে কেরাম তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। (ক) তাওহীদে রুবূবিয়াহ (প্রতিপালনে একত্ব) (খ) তাওহীদে উলূহিয়াহ (ইবাদতে একত্ব) এবং (গ) তাওহীদে আসমা ওয়া ছিফাত (আল্লাহর সুন্দর নাম ও গুণাবলীতে একত্ব) (শাইখ উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১ম খণ্ড, পৃ. ৮৩)।
মুহাম্মাদ, নীলফামারী